ফরিদপুরের সদরপুর উপজেলার অবৈধ চারটি ইটভাটায় যৌথভাবে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে অংশ নেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. বায়েজিদুর রহমান ও পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ চারটি ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়। সদরপুরের আকোটের চর ইউনিয়নে অবস্থিত মেসার্স ফকির ব্রিকসকে ১ লাখ টাকা, শ্যামপুরে অবস্থিত আর এ ব্রিকসকে ১ লাখ টাকা, মটুকচরে অবস্থিত এইচ বি এফ ব্রিকসকে ১ লাখ টাকা এবং মানিকদহে অবস্থিত মডার্ণ ব্রিকনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া এসব ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। অভিযান চলাকালে পুলিশ ও র্যাবের একটি টিম ছাড়াও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন ও পরিদর্শস মনিরুজ্জামান শেখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর