গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দক্ষিণ বুড়াইল গ্রামে আজ শুক্রবার গভীর রাতে ঘরে ঢুকে মোহাম্মদ আলী (৫০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।
ফুলছড়ি থানার ওসি কাওছার আলী জানান, 'মোহাম্মদ আলী রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা দরজা ভেঙে ঘরে ঢুকে মোহাম্মদ আলীর পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে। কিন্তু পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় পুলিশ জানাতে চায়নি।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির