গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনায় ক্যাভার্ডভ্যানের চালকের বিরুদ্ধে বাস চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত চালকের নাম মো. শাহজাহান (৩৬)। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরুন গ্রামের মো. আব্দুস ছালামের ছেলে ও শ্রীপুরের বৈরাগীরচালা এলাকার আমান গার্মেন্টস লিমিটেডের শ্রমিকবহনকারী বাসের চালক।
অভিযুক্ত টিটু (২২) নিউ যমুনা ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেলের চালক। সে ঘটনার পর থেকে পলাতক রয়েছে। অপর অভিযুক্ত গাজীপুর ট্রান্সপোর্ট এজেন্সির বিক্রয় প্রতিনিধি মো. রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের বাবা আব্দুস ছালাম ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বৃহস্পতিবার বিকেলে কারখানার বাসচালক মো. শাহজাহান শ্রমিকবহনকারী আরেকটি বাসের চালক মো. কামালের বাসে চড়ে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি হাজী ফিলিং স্টেশনে গ্যাস রিফিল করতে যান। পথিমধ্যে পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি ব্যাসস্ট্যান্ডের অদূরে তাদের গাড়ি যানজটে আটকা পড়ে। এ সময় একটি ক্যাভার্ডভ্যান বাসটির পাশ কাটাতে গেলে ক্যাভার্ডভ্যানের ডান পাশের লুকিং গ্লাসটি ভেঙে যায়।
এ নিয়ে কাভার্ডভ্যান চালক টিটু ও বিক্রয় প্রতিনিধি রফিকুল ইসলামের সাথে বাস চালক মো. কামাল হোসেনের কথা কাটাকাটি হয়। এতে বাসচালকের পেছনে বসে থাকা মো. শাহজাহানও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে টিটু ও তার সহযোগী বিক্রয় প্রতিনিধি রফিকুল ইসলাম কামালের পেছনের সিটে বসে থাকা মো. শাহজাহানকে টেনে হিঁচড়ে বাস থেকে নামিয়ে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটালে ঘটনাস্থলেই শাহজাহান জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান মারা যায়।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে নিহতের বাবা আব্দুস ছালাম বাদী হয়ে শ্রীপুর থানায় চালক টিটু (২২) ও বিক্রয় প্রতিনিধি মো. রফিকুল ইসলামের (২৭) বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ক্যাভার্ডভ্যানসহ বিক্রয় প্রতিনিধি মো. রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে। চালক পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর