বরগুনার পাথরঘাটা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে বলেশ্বর নদীর মোহনায় জেলে বহরে হামলা চালিয়ে একটি মাছ ধরা ট্রলারসহ প্রায় ৫০ হাজার টাকার মাছ ও রসদ সামগ্রী ছিনতাই করেছে জলদস্যুরা।
এসময় ট্রলারে থাকা সাত জেলেকে নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে ১২ থেকে ১৫ জন মুখোশধারী। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
আহত জেলেরা হলেন-ট্রলারের মালিক মো. জাকির সরদার, জেলে কাওছার হোসেন, মো. আরিফ হোসেন, জামাল হোসেন, রাসেল আকন, ইলিয়াস হোসেন ও সিফাত খান। কুয়াকাটা থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বিকেল ৪টায় পাথরঘাটা পৌঁছে জেলেরা সাংবাদিক ও ট্রলার মালিক সমিতিকে এতথ্য জানান।
ট্রলারের মালিক জাকির সরদার জানান, রাত সাড়ে ৩টার দিকে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর মোহনা এলাকায় মাছ ধরার জন্য ট্রলারসহ অপেক্ষা করছিলেন তারা। এসময় নামবিহীন একটি ট্রলারে অন্তত ১২ থেকে ১৫ জন মুখোশধারী পাইপগান ও দেশীয় অস্ত্রসহ তার ট্রলারে উঠে যায়। এরপর ট্রলারে থাকা সাত জেলেকে পাইপগান দিয়ে পিটিয়ে আহত করে তারা।
পরে পাশে থাকা অন্য একটি নামবিহীন ছোট নৌকায় তাদের উঠিয়ে দেয় জলদস্যুরা। এসময় ৫০ হাজার টাকার মাছ ও রসদ সামগ্রীসহ ট্রলার লুট করে নিয়ে যায়। জলদস্যুরা তাদের সাথে থাকা মোবাইল ফোনও ছিনিয়ে নেয় বলে জানান তিনি।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, ট্রলার ছিনতাইয়ের একটি ঘটনা শুনেছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই