শুক্রবার বিকেলে বগুড়া শহরের পালশা সরকার পাড়ায় টি-১০ শর্ট-লং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আসাদুর রহমান দুলু।
এদিন দুপুরে ফাইনাল খেলার উদ্বোধন করেন বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী আবু ওবায়দুল হাসান ববি।
পালশা সরকারপাড়া যুব সমাজের মৃদুল, রাসেল, সোহান, চয়ন, সান এর আয়োজনে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা আতিকুর রহমান আতিক, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহার হোসেন মিজু, চাইল্ড কেয়ার পাবলিক মডেল স্কুলের প্রধান উপদেষ্টা বাবু উজ্জল কুন্ডু, জুয়েল সরকার, স্বপন সরকার, মাসুদ পারভেজ বাবুসহ আরও অনেকে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষঠান পরিচালনা করেন চাইল্ড কেয়ার পাবলিক মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক এসএম টুটুল।
বিডি প্রতিদিন/আল আমীন