খুলনা হরিণটানা এলাকায় নয়ন হত্যা মামলার আসামি শাকিব (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আতিকুস সামাদ এ জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে ১৮ ফেব্রুয়ারি বিকালে মাগুরার দাড়িয়াপুর থেকে শাকিবকে গ্রেফতার করা হয়। পুলিশ তার দেওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদনগর ফাতেমা মসজিদের পশ্চিম পাশে ঘাসের মধ্যে থেকে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করেছে।
জানা যায়, গত ২৮ জানুয়ারি বিকেলে মহানগরের গল্লামারী ইসলামনগর এলাকার মালেক সরদারের ছেলে নয়ন তার কয়েকজন বন্ধুর সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহছান উল্লাহ হলের পাশে একটি চায়ের দোকানে বসেছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে নয়নের সঙ্গে তিন থেকে চারজন যুবকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা নয়নের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৮ জানুয়ারি হরিনটানা থানায় মামলা হয়।
তদন্ত কর্মকর্তা ও হরিণটানা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আশিক রেজা জানান, মামলার ৩ নং আসামি শাকিবকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার