খুলনা সিটি আউটার বাইপাসে (নতুন জেলখানা এলাকা) সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসা-আড়ংঘাটা বাইপাসে হঠাৎ করেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে দু’জনই সড়কে ছিটকে পড়েন। এসময় যশোরগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহতদের বয়স ২৪/২৫ বছর। এদের একজনের পরনে জিন্স প্যান্ট, সাদা শার্ট এবং অপরজনের পরনে জিন্স প্যান্ট ও লাল শার্ট রয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
হরিণটানা থানার ওসি এনামুল হক জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। লাশ দু’টি উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত