বগুড়ার আদমদীঘিতে আরমান আলী (২৮) নামের এক যুবক বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার নসরতপুর ইউনিয়নের কুশাদীঘি পুসিন্দা গ্রামের শাহজাহান আলীর ছেলে। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, পারিবারিক কলহের জেরে গতকাল শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যুবক আরমান আলী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এতে ওই যুবক অসুস্থ হয়ে পরলে তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রাতেই সেখানে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত