২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:১৮

নাটোরে আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ

নাটোর প্রতিনিধি

নাটোরে আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ

নাটোরে জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২১ এর ভোট গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলেছে বিকেল ৩টা পর্যন্ত।

নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (টগর-পারভেজ পরিষদ) ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (রুহুল আমিন তালুকদার টগর-শরিফুল হক মুক্তা পরিষদ) এই দুইটি প্যানেলে ১১ জন করে মোট ২২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সমিতির তালিকাভুক্ত ২৮৩ জন সদস্য এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আসাদুল ইসলামসহ ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করছেন।

সকাল ৯টা থেকেই আইনজীবী সদস্যদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে। সুষ্ঠু ও সুশৃংখলভাবে নির্বাচন সম্পন্ন করতে বিপুল সংখ্যক পুলিশ ও ডিবি সদস্যরা নিয়োজিত রয়েছেন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর