শিরোনাম
২৬ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৩৮

হালদা নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ ও ইঞ্জিন ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম


হালদা নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ ও ইঞ্জিন ধ্বংস

উপমাহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর আজিমের ঘাটা, আমতুয়া, পোড়া কপালি স্লুইস গেট ঘাট এলাকায় ইঞ্জিনচালিত ১২টি নৌকা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ এবং ইঞ্জিন ধ্বংস করা হয়। শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা  পর্যন্ত পরিচালিত অভিযানে নৌকা ধ্বংস ও সরঞ্জাম ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন। এর আগে বৃহস্পতিবার রাত ১টায় হালদা নদীর উত্তর মাদার্শা ইউনিয়নে আমতুয়া এলাকা থেকে দুই হাজার মিটার জাল জব্দ করা হয়।  

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, হালদা নদী এখন বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ। অথচ নিষিদ্ধ হওয়া সত্তে¡ও প্রতিনিয়তই এ নদী থেকে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে। গতকালও  অভিযান পরিচালনা করে ১২ নৌকা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ ও ইঞ্জিন ধ্বংস করা হয়। হালদা নদীর মা মাছ, জীববৈচিত্র এবং ডলফিন রক্ষায় অভিযান অব্যাহত রাখা হবে।   

বিডি প্রতিদিন/আল আমীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর