গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গলায় ফাঁস দিয়ে আফসানা আক্তার (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আফসানা মৌচাক এলাকার আলী আহাম্মদের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মৌচাক এলাকায় স্বামীর সাথে অভিমান করে ঘরের ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আফসানা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার এসআই রনি কুমার সাহা জানান, লাশটি ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।
বিডি প্রতিদিন/এমআই