হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিমসহ ৪ জন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিএনপি দলীয় ধানের শীষ প্রতিকের প্রার্থী মো. এনামুল হক সেলিম পেয়েছেন ৩ হাজার ২৪২ ভোট। জামানত হারানো অন্যান্য প্রার্থীরা হয়েছেন নাগরিক সমাজ প্রার্থী মো. শামছুল হুদা (প্রাপ্ত ভোট ৫৭৯), স্বতন্ত্র প্রার্থী বশিরুল আলম কাওসার (প্রাপ্ত ভোট ১৮১) ও স্বতন্ত্র প্রার্থী গাজী পারভেজ হাসান (প্রাপ্ত ভোট ১৬৫)।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলেই প্রার্থী জামানত হারান। সে হিসেবে যদি কোন প্রার্থী ওই পরিমান ভোট না পান তবে তার জামানত থাকবে না।
বিডি প্রতিদিন/হিমেল