টাঙ্গাইলের সখিপুরে ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে চার যুবক গ্রেফতার হয়েছেন। গতকাল শনিবার রাতে ইয়াবা চক্রের ওই চার যুবককে গ্রেফতার করে থানা পুলিশ।
তারা হলেন- পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাদের মিয়ার ছেলে হামিদুল হক (৩৮), শাহজাহান আলীর ছেলে ফজলুল হক(২৮), আরজু মিয়ার ছেলে আল মামুন (৩২) এবং সাইদুর রহমানের ছেলে খায়রুল ইসলাম (২৫)।
জানা যায়, পৌর শহরের দুই ভাই থাই অ্যালুমিনিয়ামের স্বত্বাধিকারী অমিত আর্যের সাথে ব্যবসায়ী হামিদুল ইসলামের ব্যবসায়ীক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে অমিত আর্যকে ইয়াবা দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করে হামিদুল।
এজন্য প্রথমে ফজলুল হকের সাথে ৪০ হাজার টাকা চুক্তি হলে শনিবার রাতে আল মামুন ওই দোকানে ৫৮ পিস ইয়াবা রাখে। পরে ওই দোকানে ইয়াবা রয়েছে এমন তথ্য দিয়ে খায়রুল ইসলাম ৯৯৯ ফোন দেয়।
সখিপুর থানার উপ-পরিদর্শক ওসমান গণি বলেন, ৯৯৯ ফোন পেয়ে ওই দোকান থেকে ৫৮ পিস ইয়াবাসহ অমিত আর্যকে আটক করি। অমিতকে আটকের পর বিষয়টি সন্দেহ হলে তথ্যদাতা খায়রুলকে রাতেই আটক করলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ইয়াবা দিয়ে ফাঁসানোর বিষয়টি স্বীকার করে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাঈদুল হক ভূঁইয়া বলেন, অমিত আলাদা ব্যবসা প্রতিষ্ঠান করায় হামিদুলের দোকানে বিক্রি কম হত। এজন্য তাকে ফাঁসানোর পরিকল্পনা করে হামিদুল। মূলত অমিত মাদকের সাথে জড়িত না। এ ঘটনায় জড়িত গ্রেফতার চারজনসহ অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর