স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপনে চাঁদপুরে বিএনপির কুমিল্লা বিভাগীয় স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার চাঁদপুর জেলা বিএনপির আয়োজিত এ সভা জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব মো. মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, শিল্প বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন হারুন, নির্বাহী কমিটির সদস্য, সাহেদুল হক সাহেদ, অ্যাডভোকেট রফিক শিকদার।
আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলে ড. খন্দকার মাহবুব হোসেন, আকরামুজ্জামান বিপ্লব, সাবেরা হেলেনা, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহের হোসেন পাটওয়ারী, চাঁদপুরের প্রবীণ বিএনপি নেতা সফিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আ. হামিদ মাস্টারসহ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্র কেবল বিএনপির জন্য নয়, আওয়ামী লীগের জন্যও দরকার। কীভাবে দেশ চলতেছে আর চালাচ্ছে। সেইদিন বেশি দূরে নয়, আমাদের সাথে আওয়ামী লীগকেও গণতন্ত্রের শ্লোগান দিতে হবে।
সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম এ হান্নান কাজী রফিকসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং তিন জেলার অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন চাঁদপুর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম ও দেওয়ান মো. সফিকুজ্জামান।
বিডি প্রতিদিন/এমআই