১ মার্চ, ২০২১ ১৬:০৯

সাংবাদিক বুরহান হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সাংবাদিক বুরহান হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দায়িত্ব পালন করার সময় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে  মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে নবীনগর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দীন মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মো. ইব্রাহীম খলিল, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম বাবু, দপ্তর ও আপ্যায়ন সম্পাদক মো. সেলিম রেজা, ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক মো. কামরুল ইসলাম, শাহনূর খান আলমগীর, পিয়াল হাসান রিয়াজ, সাধন সাহা জয়, ওয়াহেদুজ্জামান দিপু, কাউছার আলম প্রমুখ। 

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ শুরু হলে উভয়পক্ষের ওপরে অ্যাকশনে নামে পুলিশ। ত্রিপক্ষীয় সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এসময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বুরহান উদ্দিন মুজাক্কিরও গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর