‘মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার’ প্রতিপাদ্যে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে নীলফামারীতে। এ উপলক্ষে সোমবার সকালে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড বিকেন্দ্রীকরণ জেলা কার্যালয়ের এর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয় জেলা শহরের হাজী মহসিন সড়ক কোম্পানি অফিস প্রাঙ্গণে।
এতে বক্তব্য দেন কোম্পানি রিজিওনাল ইনচার্জ মাহমুদুল হাসান, হিসাব ইনচার্জ বিপুল চন্দ্র সেন, অফিসার প্রনব কুমার দেব, ব্রা ম্যানেজার সুমি দে, অফিস নজরুল ইসলাম, ব্রা ম্যানেজার শিউলি ভৌমিক, ইউনিট ম্যানেজা সুলতানা বেগম, ইউনিট ম্যানেজার জিনাত রেহানা সুরভী, ইউনিট ম্যানেজার ইমরানা আফরোজ সেতু।
বিডি প্রতিদিন/আল আমীন