ফরিদপুরের মধুখালী পৌর এলাকায় অবস্থিত পাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে আগুনে বাজারের কয়েকটি পাটের গোডাউনসহ ছয়টি দোকান পুড়ে গেছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, সকাল ৮টার দিকে বাজারের পাটের একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন বাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে ফরিদপুর ও মধুখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে কয়েকশ মন পাট ও অন্যান্য দোকানের মালামাল পুড়ে গেছে।
আগুনে ব্যবসায়ী গোলাম মনসুর নান্নু, হারুনার রশিদ, লিটন বিশ্বাস, সোহেল রানা, রাব্বি হাসান রুবেল, নজরুল ইসলাম, সোলাইমান বিশ্বাস, টিফিন সরকার, সুজিত শীল, বাচ্চু তালুকদার ও ইমরান মিয়ার পাটের গোডাউন, ভুসির গোডাউন ও হার্ডওয়্যারের দোকান পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে মধুখালী ফায়ার সাভির্সের স্টেশন কর্মকর্তা টিটন সিকদার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
বিডি প্রতিদিন/এমআই