কিশোরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলার ঘটনা ঘটেছে। পুলিশ লাঠিচার্জ করে সমাবেশ পণ্ড করে দেয়। এতে জেলা ছাত্রদলের সভাপতিসহ দুইজন আহত হয়েছেন।
কেন্দ্রীয়য় কর্মসূচি অনুযায়ী সোমবার দুপুরে জেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চর শোলাকিয়া এলাকা থেকে শুরু হয়ে পুরানথানা মোড়ে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা পুরানথানা মোড়ে সামবেশ করে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে সমাবেশ পণ্ড করে দেয়। এতে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও সহ সভাপতি সাঈদ সুমন আহত হন। আহতরা পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া বলেন, ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। এতে তিনিসহ দুইজন আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন