দিনাজপুরে আত্মবিশ্বাসে আত্মরক্ষা শ্লোগানে মেয়েদের ‘আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
সাত দিনব্যাপী এ প্রশিক্ষণ পরিবেশবাদী যুব সংগঠণ গ্রিন ভয়েস বহ্নিশিখার উদ্যোগে ‘বলীয়ান নারী’ এর আয়োজন করেছে।
রবিবার বিকালে দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। এ প্রশিক্ষণ চলবে সাত দিনব্যাপী। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন গ্রিন ভয়েস দিনাজপুর সরকারি কলেজ শাখার উপদেষ্টা ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ দাস।
গ্রিন ভয়েস দিনাজপুর জেলা শাখার সমন্বয়ক মো. আব্দুল মান্নান জানান, খুলনা জেলা থেকে প্রথম এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যাযক্রমে এই প্রশিক্ষণ কার্যক্রম দেশের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় দিনাজপুরে শুরু হয়েছে।
উদ্বোধনকালে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন। বিশেষ ছিলেন গ্রিন ভয়েস দিনাজপুর সরকারি কলেজ শাখার উপদেষ্টা মনীষ কুমার রায়, হামিদুর রহমান সোহেল, আব্দুল মোমেন প্রমুখ।
স্বাগত বক্তব্য প্রদান করেন ফারহানা রহমান ও দিনাজপুর জেলা শাখা গ্রিন ভয়েসের সমন্বয়ক নাহিদ হাসান। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী ছাড়াও গ্রিন ভয়েস দিনাজপুর জেলা শাখার সমন্বয়ক মো. আব্দুল মান্নান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গ্রিন ভয়েস এর সহসভাপতি রবিউল ইসলাম রুবেল, ওয়াহিদা তাবাসসুম মিতু, দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি সাইদুজ্জামান সাগর, পুস্পিতা প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন