১ মার্চ, ২০২১ ১৮:১৮

পিরোজপুরে দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০, আটক ৩

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০, আটক ৩

প্রতীকী ছবি

পিরোজপুর সদর উপজেলায় দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে। 

আজ সোমবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা বাজার ও টোনা ইউনিয়নবাসীর মধ্যে প্রায় দুই ঘন্টা ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টোনা ইউনিয়ন থেকে এক ব্যক্তি খালের অন্য প্রান্তে চুঙ্গাপাশা বাজারে রাইচ মিলে ধান ভাঙানোর জন্য নিয়ে যান। এসময় রাইচ মিলের লোকজন তার কাছ থেকে অতিরিক্ত চাল নিয়েছে এ অভিযোগে বাগবিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্চিত করে রাইচ মিলের মালিক। বিষয়টি টোনা ইউনিয়নের লোকজনের মাঝে ছড়িয়ে পড়ার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কমপক্ষে হাজারও মানুষ অংশ নেয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর