কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে অপহৃত কন্যা শিশুর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক শিশুর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গত সোমবার (২ মার্চ) সকালে নিবন্ধিত ক্যাম্পের বি-ব্লকের শেড নং-১০৫২/৪ এবং এমআরসি নং-০৩৩৭৩ এর বাসিন্দা মোঃ জাবেরের শিশু কন্যা শাহিনুর (৮) অপহৃত হয়। শুক্রবার (৫ মার্চ) বিকালে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের লোকজন মারফত খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ও ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশের পৃথক টিম সি-ব্লকের পার্শ্ববর্তী পশ্চিমের পাহাড়ের পাদদেশ থেকে তার ক্ষত-বিক্ষত শরীর ও একহাত বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত