দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করেছে সরকার। যার ফলে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। পরিবার হলো একটি শিশুর প্রথম এবং প্রধান পাঠশালা। আপনাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এসব বিষয় খবর রাখতে হবে। সরকার সাধারণ শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কারিগরি শিক্ষায় উৎসাহিত করছে কিশোর-কিশোরীদের। শেখ হাসিনার সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদে জিরো ট্রালারেন্সে নিয়ে এসেছে। এখন সময় এসেছে মাদকের ভয়াল গ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলার। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চাসহ নানা কিছুতে তাদের ব্যস্ত রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার এখন যে বাংলাদেশের স্বপ্ন দেখছে, সে স্বপ্ন বাস্তবায়নে তরুণরাই হবে সবচেয়ে বড় যোদ্ধা। আপনারা একটি আদর্শ সমাজ গড়ে তুলুন। দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্ব প্রতি আস্থা ও বিশ্বাস রাখুন।
শনিবার বাঞ্ছারামপুর উপজেলার সুজন স্মৃতি কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজন স্মৃতি কলেজের সভাপতি আলহাজ্ব ইউনুস বিএসসির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, শাহ আমানত গ্রুপের চেয়ারম্যান মিয়া মোঃ হেলাল, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি সায়েদুল ইসলাম বকুল, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, রুপসদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, রাঙ্গামাটির আনসার বিডিপির জেলা ডেপুটি কমান্ডার আলী রেজা রাব্বি, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য আশিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমূদুল হাসান ভূইয়া, শ্রমিকলীগ আহ্বায়ক সৈয়দ আঃ আজিজ, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন