মাগুরায় দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একযুগে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটার পর আলোচনা সভা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক আবু বাসার আখন্দ, মোখলেছুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রাশেদ খান প্রমুখ।
আলোচনা শেষে জেলা প্রশাসকের নের্তৃত্বে কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা জানান, বাংলাদেশ প্রতিদিন মানুষ পড়ে তার অন্যতম কারণ অল্প শব্দের মধ্যে অনেক বড় একটি ঘটনাকে সুন্দর করে উপস্থাপন করা। কাগজটি তাদের অতীতের সুনাম অক্ষুণ্ন রেখে সমস্যা, সুবিধা, সামাজিক, রাজনৈতিক, সাস্কৃতিক সার্বিক বিষয়ে কাজ করে যাবে, এই প্রত্যাশা করেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ