শিক্ষক সংকটসহ একাডেমিক নানা সমস্যার সমাধানে ৮ দফা দাবিতে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অসহযোগ আন্দোলন পালন করেছেন।
রবিবার (২০ জুলাই) সকাল ১০টা থেকে কলেজের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তবে দুপুরের পর থেকে সোমবার সকাল পর্যন্ত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
শিক্ষার্থীদের উত্থাপিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে:
১. ইয়ার ড্রপ সংক্রান্ত স্বচ্ছতা নিশ্চিতকরণ
২. কারিকুলাম সংক্রান্ত তথ্য প্রদান
৩. নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ
৪. গ্রেডশিটসহ ফলাফল প্রকাশ
৫. সেমিস্টারের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ
৬. সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু ও বিকল্প ব্যবস্থা গ্রহণ
৭. শিক্ষক সংকট নিরসন ও কাঠামোগত উন্নয়ন
৮. শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ
শিক্ষার্থীরা বলেন, ২০১৬ ও ২০১৭ ব্যাচের ইয়ার ড্রপপ্রাপ্ত বিষয়গুলোর নাম ও গ্রেড অফিসিয়ালি জানাতে হবে এবং ইয়ার ড্রপের কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে। প্রতিটি সেমিস্টারের ফলাফল সর্বোচ্চ তিন মাসের মধ্যে গ্রেডসহ প্রকাশ করতে হবে। লেভেল-২, টার্ম-২ এর ফলাফল গ্রেডশিটসহ পুনরায় প্রকাশের দাবি জানান তারা। এছাড়া, প্রতিটি সেমিস্টার ছয় মাসের মধ্যে সম্পন্ন করার দাবিও জানানো হয়।
দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এই সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, নাইম ইসলাম, অনিকসহ আরও অনেকে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার বখতিয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের দাবিসমূহ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। যে দাবিগুলো যৌক্তিক, সেগুলো অবশ্যই বিবেচনা করে গ্রহণ করা হবে।’ তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/জামশেদ