বাংলাদেশ প্রতিদিন এক যুগে পদার্পণ উপলক্ষে সোমবার সকালে গাজীপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পত্রিকাটির গাজীপুর প্রতিনিধির সভাপতিত্বে গাজীপুর জেলা প্রশাসক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ ও মিডিয়া) জাকির হাসান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মশিউর রহমান, গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, গাজীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. আমানত হোসেন খান, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক ও মো. মুজিবুর রহমান প্রমুখ।
এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পক্ষ থেকে বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর জেলা প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিদিন বস্তুনিষ্ঠ সংবাদ, পত্রিকার স্বল্প মূল্য এবং লেখার গুনগত মানের দিক দিয়ে দেশের সকল সংবাদপত্রকে ছাড়িয়ে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে। বক্তারা বাংলাদেশ প্রতিদিনের উত্তোরত্তর সাফল্য কামনাও করেন তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার