পঞ্চগড় সুগার মিল চালুর দাবিতে মঙ্গলবার সকালে সুগার মিলের প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ আখচাষি ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে চিনিকলের শ্রমিক কর্মচারী ও আখচাষিরা অংশ নেয়।
ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য সুলতানুল নাইম চৌধুরী শুভ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু বকর ছিদ্দিক, সংগ্রাম পরিষদের সদস্য হারুন অর রশিদ, নারায়ন চন্ত্র রায়, কৃষ্ণ চন্দ্র রায়, আছিমউদ্দিন ও চিনিকলের কর্মচারী মফিদুল ইসলাম বক্তব্য দেন।