ব্রাহ্মণবাড়িয়ায় ২২দিন চিকিৎসার পর বৃহষ্পতিবার ভোরে জেলা সদর হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধ লোকটি মারা গেছেন। হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বৃদ্ধ।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে অজ্ঞাত বৃদ্ধ (৬০) ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পড়ে থাকতে দেখে শাকিল আহমেদ নামের এক যুবক রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের সহযোগিতায় বৃদ্ধকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। ওই দিনই মেডিসিন বিভাগের ভর্তি করা হয় বৃদ্ধাকে। টানা ২২দিন চিকিৎসার পর ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ মারা যান।
শাকিল আহমেদ বলেন, হাসপাতালে ভর্তির পর থেকেই বৃদ্ধের স্বজনদের কোনো খোঁজ পাইনি। টাকার অভাবে ব্রেনের সিটি স্ক্যান পরীক্ষাটি করাতে পারিনি। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকু জানান, হৃদরোগে ওই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে তার শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ সমস্যায় বেশী ছিল। মৃত্যুর পর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানান, প্রথম থেকেই বৃদ্ধের স্বজনদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপরও মেডিসিন কনসালটেন্ট ও ওয়ার্ডের নার্সরা চিকিৎসা সেবা দিয়ে বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু আজকে বৃদ্ধটি মারা গেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর মডেল থানার পুলিশকে জানানো হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, গত ২২দিন আগে অচেতন সেই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছিল। ওই বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানতে পেরেছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার