ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে ট্রাকচাপায় মোহাম্মদ হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বাষ্টিয়া পুরান গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, দুপুরে ঢাকামুখী একটি ট্রাকচাপায় মোহাম্মদ হোসেন মারাত্মকভাবে আহত হন। পরে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/আবু জাফর
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        