দিনাজপুরে গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাবের এম. আব্দুর রহিম মিলনায়তনে ‘‘দীর্ঘজীবী হোক বাংলাদেশ-ভারত বন্ধুত্ব’’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি এই সভা করে।
সভায় প্রধান অতিথির ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইমাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সভাপতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর ইউনিটের সাবেক কমান্ডার ও কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক সরকার, বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি দিনাজপুর জেলা শাখার অন্যতম সদস্য সৈকত পাল এর সঞ্চালনায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব রতন সিং প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল