নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, অর্ধেক যাত্রী পরিবহনে নৌযানের ভাড়া আজ বৃহস্পতিবার থেকে ৬০ ভাগ বাড়ানো হয়েছে। তবে কেবিনে এ নিয়ম প্রযোজ্য হবে না।
করোনা সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনগুলোতে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী বহনের নির্দেশ দিয়েছে সরকার। তারই অংশ হিসেবে এ ভাড়া বাড়ানো হয়েছে। ভাড়া বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলার আহ্বান জানানো হয়েছে।