‘অপচয় রোধে পানির মূল্যায়ন করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জীবনের জন্য অপরিহার্য পানি সম্পদ নদী-জলাশয় সুরক্ষা’ শীর্ষক এক আলোচনা সভা ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের আলীপুরে অবস্থিত বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ) কার্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল আলম।
বিএফএফ’র পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন এফডিএ’র পরিচালক মোঃ আজহারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, আভার পরিচালক সরেশ চন্দ্র হালদার, একেকে’র পরিচালক এম এ জলিল, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্ট্রের কো-অডিনেটর শিপ্রা গোস্বামী, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব সিরাজ-ই কবির খোকন, পথকলি সংস্থার পরিচালক বেলায়েত হোসেন, পিডাব্লিউও’র পরিচালক হাফিজুর রহমান, এসডিসির প্রশিক্ষন কর্মকর্তা দিপালী কির্তনীয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা আগামী প্রজন্মের জন্য পানি সুরক্ষায় স্ব স্ব ক্ষেত্রে ভূমিকা রাখার অঙ্গীকার করেন। একই সাথে সরকারি নীতিমালা না মেনে খাল-বিল যারা ভরাট করছেন তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ)’র আয়োজনে এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)’র সহযোগিতায় এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি ও গ্রামীণ নারীরা অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন