বগুড়ার কাহালু উপজেলায় শ্যালো মেশিন চালিত ভটভটি উল্টে যুবক আরিফুর রহমান জুয়েল (১৯) নিহিত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বগুড়ার কাহালু থানা পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সকালে কাহালু উপজেলা সদর থেকে ভটভটি যোগে জেলার সারিয়াকান্দি উপজেলায় শোক সভায় যোগ দিতে রওনা হয়। পথে কাহালু উপজেলার দরগাহাট সড়কের দামাই হাসান জুটমিল এলাকায় ভটভটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। ভটভটিতে থাকা ৯ জনের মধ্যে আরিফুর রহমান জুয়েল, রেজুয়ান হক ও শাহাদত হোসেন আহত হয়।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে আরিফুর রহমান জুয়েল মারা যান। নিহত জুয়েল কাহালু পৌরসভার ৩নং ওয়ার্ডের জামতলা গ্রামের আকতার হোসেনের পুত্র।
বগুড়ার কাহালু থানার এস আই নাজমুল হক জানান, এ ঘটনায় আহত দুইজন চিকিৎসাধীন রয়েছে। জুয়েলের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন