নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বড় হোসেনপুর গ্রামে বসতভিটার জায়গা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ ও হামলায় ৭ জন আহত হয়েছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বাড়ির জায়গা নিয়ে পরিমাপের সময় বড় ভাই শহিদ উল্যাহ ও তার ছোট ভাই ছাকায়েত উল্যাহ অপর ভাইদের সঙ্গে কাটাকাটিতে জড়ান। এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষ ও হামলায় উভয়পক্ষের ৭ জন আহত হয়। আহতদের মধ্যে রয়েছেন-ছাকায়েত উল্যাহ, স্ত্রী সখিনা আক্তার, তার বড় ছেলে মাহমুদুল হাসান।
আহত ছাকায়েত উল্যাহ জানান,বড় ভাই শহিদ উল্যাহ, তার ছেলে আব্দুর রহমান রুবেল,বাবুন,ও মোস্তফার ছেলে হোসেনসহ কয়েকজন এ হামলা চালায়।
স্থানীয় মেম্বার আনোয়ার হোসেন, সাবেক যুবলীগের সভাপতি মোশারফ হোসেন মিরন, আবু মিয়া, ছেফায়েত মিয়া, আবু তাহের, স্বেচ্ছাসেবক লীগের নেতা হারুন, হানিফ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এর আগে মীমাংসার জন্য সালিশ করে সমাধানও করা হয় বলে জানা গেছে।
বেগমগঞ্জ মডেল থানার ভার প্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।
বিডি প্রতিদিন/কালাম