বাগেরহাটের শরণখোলা উপজেলায় দুস্থদের ইফতার সামগ্রী বিতরণের তালিকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। শুক্রবার (১৬এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রায়েন্দা ইউনিয়নের পূর্ব খাদা গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় উভয় পক্ষে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আহতরা হলেন আ. রহিম হাওলাদার (৪০), রবিউল ইসলাম (২৫), ফেরদৌস হাওলাদার (১৮), ফজলুল হকহাওলাদার (৬৫), সোহেল হাওলাদার (৩৫), ইমন মোল্লা (১৪), ফরিদা বেগম (৫০)। এদেরকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া, প্রতিপক্ষের আ. কাদের হাওলাদারকে (৬৫) খুলনা মেডিক্যাল কলেজ হাসাপাতালে এবং সাকায়েত হাওলাদার (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগকারী মো. খলিল হাওলাদার বলেন, আমার নিজস্ব অর্থায়নে নিজ গ্রামের দুস্থ ও অসহায় মানুষকে রোজার ইফতার সামগ্রী দেওয়ার জন্য তালিকা তৈরী করি। প্রতিটি প্যাকেটে এক হাজার টাকা মূল্যের মালামাল থাকবে। এই খবর জানতে পেরে তালিকায় স্বচ্ছল লোক ঢোকানোর চেষ্টায় ব্যর্থ হয়ে প্রতিপক্ষের কামাল হাওলাদার, আউয়াল হাওলাদার, সাকায়েত হাওলাদার, শহিদুল হাওলাদারসহ ১০-১২জন একজোট হয়ে আমাদের ওপর হামলা চালায়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        