চুয়াডাঙ্গায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে মুক্ত করার প্রলোভন দেখিয়ে টাকা নেয়ার সময় সোহেল রানা নামের পুলিশের এক ভুয়া এসআইকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। সে কুষ্টিয়ার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আজিবর মন্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, ভুয়া পুলিশ কর্মকর্তা সেজে দণ্ডপ্রাপ্ত দুই আসামির পরিবারের কাছ থেকে টাকা নেয়ার সময় সোহেল রানা নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে পুলিশের একটি পরিচয়পত্র ও কয়েকটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে। তার প্রকৃত পরিচয় নিশ্চিতসহ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ