মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় কোস্ট গার্ডের অভিযানে এক হাজার কেজি অর্থাৎ ২৫ মোট জাটকা ইলিশসহ চার ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পদ্মা সেতু স্টেশনের একটি দল।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাওয়া মৎস্য আড়তে অভিযান চালানো হয়। এ সময়ে একটি পিকআপে তল্লাশি চালালে ৫টি গ্যালনের ভিতর ২৫ মণ জাটকা পাওয়া যায়। এ সময়ে জাটকার সাথে বিল্লাল হোসেন (৩৪), ইমামুল (৪০), মোঃ বাবু (৩৪) ও পিকাপচালক দীন ইসলামকে আটক করা হয়।
আটককৃত বিল্লাল, ইমামুল ও বাবু শরিয়তপুরের জাজিরা উপজেলার মাদবর কান্দি গ্রামের বাসিন্দা আর পিকাপচালক দীন ইসলাম মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারা গ্রামের মজিদ মাদবরের পুত্র। উদ্বারকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় ও গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ