খুলনায় মহান মে দিবস উপলক্ষে কর্মহীন পাঁচ'শ মুদি দোকানদারসহ প্রান্তিক নারী ও গণপরিবহণ শ্রমিকদের মানবিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির আওতায় তাদেরকে চাল, ডাল, সবজি ও মুরগি প্রদান করা হয়। খুলনা বিভাগীয় কমিশনারের অফিস প্রাঙ্গণে আজ শনিবার সকালে খাদ্য সহায়তা বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
উল্লেখ্য, চলমান করোনা পরিস্থিতিতে দৈনন্দিন আয়ের উপর নির্ভরশীল অসংখ্য শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। পরিবারের ব্যয় নির্বাহ করতে না পেরে তারা মানবেতর জীবন যাপন করছে। কর্মহীন এই শ্রমিকদের অসহায়ত্বের কথা চিন্তা করে খাদ্য সহায়তা বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, কর্মহীন শ্রমিকরা খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির