১০ মে, ২০২১ ০২:৪৫

ফুলপুরে শিক্ষার্থী ও আনসারদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে শিক্ষার্থী ও আনসারদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ময়মনসিংহের ফুলপুরে উৎসর্গ চ্যারিটেবল ফাউন্ডেশনের ব্যানারে স্কুল শিক্ষার্থী ও আনসার ভিডিপির ডিজি মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

রবিরাব ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠ ও উপজেলা আনসার ভিডিপি কার্যালয় সংলগ্নস্থানে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

জানা যায়, স্কুলের শিক্ষার্থীরা ‘উৎসর্গ চ্যারিটেবল ফাউন্ডেশন’ নামে সেবামূলক সংগঠনের মাধ্যমে ঈদের পোশাক কেনার টাকা ও বৃত্তির টাকা থেকে ১০৫ জন দুস্থ-অসহায় পরিবারকে ঈদ সামগ্রী উপহার দেয়। ঈদ সামগ্রী হিসেবে তারা প্রতিজনকে ২শ’ টাকা, ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি সোয়াবিন, ১ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট গুঁড়ো দুধ দেয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, ফুলপুর মহিলা কলেজ মাঠে অধ্যক্ষ রওশন আরা বেগম, ফুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, ধোবাউড়া ইসলামিক কলেজের প্রভাষক মাজহারুল ইসলাম শামীম, উৎসর্গ চ্যারিটেবল ফাউন্ডেশনের সদস্য ফাইজুল কবীর জিশান, মার্জিয়া আক্তার সামিয়া প্রমুখ।

এদিকে, আনসার ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা প্রকৌশলী মামুন অর রশিদ, উপজেলা আনসার-ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকেদা বেগম, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক নৃপেন্দ্র চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর