কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে পাচারকালে ছয় জন রোহিঙ্গা নারী ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এসময় নুরুল আমিন (৩০) নামের এক পাচারকারীকে আটক করা হয়। নুরুল আমিন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া বড় ডেইল এলাকার আলী চাঁদের ছেলে।
উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নুরুল আমিনের বসত বাড়ি থেকে রোহিঙ্গাদের উদ্ধার করা হয়। তারা উখিয়া উপজেলা কুতুপালং ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা। দালালদের খপ্পরে পড়ে প্রায় ৪০ কিলোমিটার দূর থেকে এসে তারা ওই এলাকায় জড়ো হয়েছিল।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, 'কিছু রোহিঙ্গাদের অবৈধভাবে সমুদ্র পথে পাচারের উদ্দেশ্যে জড়ো করেছিল পাচারকারীরা। গভীর রাতে সমুদ্র পথ দিয়ে পাড়ি জমাবে এসব রোহিঙ্গারা। তাৎক্ষনিক তার নির্দেশনায় পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ জন রোহিঙ্গা নারী, ২ জন শিশুকে উদ্ধার করে।'
তিনি আরও জানান, 'দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। সেই সাথে চক্রটির সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির