১৬ মে, ২০২১ ১৪:০২

ফিলিস্তিনে দখলদার ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে যশোরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, যশোর

ফিলিস্তিনে দখলদার ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে যশোরে মানববন্ধন

ফিলিস্তিনে দখলদার ইসরাইলী বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জ্ঞানচর্চা ভিত্তিক সংগঠন প্রাচ্য সংঘ। এ মানববন্ধনে আয়োজকরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা লেখক গবেষক বেনজীন খান বলেন, 'ফিলিস্তিনের হাতে আজ মানবতার পতাকা। সেই পতাকাতলে সারাবিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। মধ্যপ্রাচ্যের অল্প কয়েকটি দেশ ছাড়া সবাই ফিলিস্তিনিদের পক্ষে আছে। এমনকি চীন, রাশিয়াও ফিলিস্তিনের পক্ষে কথা বলছে।'

ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে বেনজীন খান আরও বলেন, 'ফিলিস্তিন ভূখন্ড কোনভাবেই ইসরাইলের হতে পারে না। তাই ফিলিস্তিনিদের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে সেখান থেকে ইসরাইলের উচ্ছেদের মাধ্যমেই ইউরোপ-আমেরিকার পুঁজিবাদের পতন ঘটাতে হবে।'

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির

সর্বশেষ খবর