গাজীপুরের কালিয়াকৈর বাজারে নাহিদ হোসেন (২২) নামের এক যুবক পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। তিনি গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকার হাবিউল্লাহর ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর বাজার এলাকায় আজ বুধবার সকালে নিউ প্রত্যয় মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্রের নাহিদ ওই নিরাময় কেন্দ্রের ছাদ দিয়ে পালিয়ে তুরাগ নদীতে পানিতে ঝাঁপ দেয়। স্থানীয় লোকজন ও নিরাময় কেন্দ্র খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ওই যুবককে উদ্ধার করার জন্য কাজ করছেন।
নিখোঁজের পিতা হাবিউল্লাহ জানান, 'গত ১৭ এপ্রিল আমার ছেলেকে এই নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে পানিতে ঝাঁপ দেওয়ার কারণ বলতে পারছিনা।'
নিরাময় কেন্দ্রের মালিক মামুন হোসেন জানান, 'আমার এই নিরাময় কেন্দ্রে ২৩ জন রোগী রয়েছেন। তার মধ্যে নাহিদ হোসেন সকালে পালিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে।'
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান, 'ছাদ থেকে পালিয়ে তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ রয়েছে। আমাদের উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে এখনও পাওয়া যায়নি।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির