বগুড়ায় ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ৭ই জুন এর সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং দেশের স্বাধীনতা, মুক্তি, গণতন্ত্র ও প্রগতি প্রতিষ্ঠায় আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েলের আয়োজনে আজ সোমবার বাদ জোহর বগুড়া শহরে কলেজ রোডে কটন মিল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান ডিউক, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, পৌর আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী সুজন প্রমুখ।
বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ সহ দেশমাতৃকার স্বাধীনতা, মুক্তি, গণতন্ত্র ও প্রগতি প্রতিষ্ঠায় আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মনিলুজ্জামান।
বিডি প্রতিদিন/আবু জাফর