গাজীপুরের শ্রীপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের গজারিয়া এলাকার এসিআই গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের অলি উল্লাহর ছেলে তরিকুল ইসলাম (২০) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে মেহেদী হাসান (২১)। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেলে তরিকুল ও মেহেদী হাসান একই মোটরসাইকেল যোগে কাপাসিয়া থেকে গাজীপুরের যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় পৌঁছালে গাজীপুর থেকে কাপাসিয়াগামী একটি পরিবহন সের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও জানান, সংঘর্ষে তরিকুল ইসলাম ঘটনাস্থলে ও মেহেদী হাসান হাসপাতালে নেয়ার পথে মারা যান। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত