১৬ জুন, ২০২১ ২২:১২

সিরাজগঞ্জে স্কুল টয়লেট থেকে লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে স্কুল টয়লেট থেকে লাশ উদ্ধার

ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় স্কুলের টয়লেট থেকে আব্দুল মতিন (৩৮) নামে এক ইলেকট্রিশিয়ানের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে উপজেলার তালম ইউনিয়নের গুলটা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার তালম ইউনিয়নের তালম পদ্মপাড়ার মৃত ফজলার হোসেনের ছেলে। 

তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. ফজলে আশিক জানান, আব্দুল মতিন টিভি, ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী মেরামতের কাজ করতেন। গুল্টা বাজারে তার একটি দোকান রয়েছে। মঙ্গলবার কাজ শেষে মতিন বাড়ি ফেরেনি। বুধবার সকালে একদল কিশোর ওই বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলছিল।খেলার একপর্যায়ে ক্রিকেটের বলটা বিদ্যালয়ের টয়লেটে প্রচীরের ভেতরে ঢুকে পড়ে। বল খুঁজতে গিয়ে কিশোরের দল আব্দুল মতিনের রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে পুলিশে সংবাদ দিলে মরদহে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।  

ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ স্কুলের টয়লেটে ফেলে রেখেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর