বগুড়ার শেরপুরে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জালাল উদ্দিন আর নেই। তিনি রবিবার সকাল আটটার দিকে উপজেলার রণবীরবালা গ্রামস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.....রাজেউন। তাঁর বয়স হয়েছিল ৬৩বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একইদিন বাদ আছর শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে রণবীরবালা গ্রামস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজাপূর্ব স্মরণসভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল আলম তোতা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. গোলাম ফারুক, শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল আলম শিরু, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু প্রমূখ বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম বাবলু।
এছাড়া উপজেলা বিএনপির নেতা পিয়ার হোসেন পিয়ার, রফিকুল ইসলাম মিন্টু, আলহাজ্ব ইছাহাক আলী, ফিরোজ আহম্মেদ জুয়েল, হাসানুল মারুফ শিমুলসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন