দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুকুর থেকে ভাসমান অবস্থায় সরকার টুডু (৫৫) নামে এক আদিবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ জুলাই) বিকেলে বিরামপুর উপজেলার সাঘাইঘাটা এলাকা কেটরা-বিরামপুর সড়কের পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত সরকার টুডু (৫৫) বিরামপুর উপজেলার সাঘাইঘাটা এলাকার ঠাকুর টুডুর ছেলে।
মৃত ব্যক্তির ভাতিজা অনিল টুডু জানায়, সরকার টুডু নিয়মিত নেশা করতেন। গতকাল শনিবার বিকেল থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে সাঘাইঘাটা এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, বিরামপুরের জোতবানী ইউপির কেটরা-বিরামপুর সড়কের পাশের এক পুকুরে এক ব্যক্তির ভাসমান মরদেহটি স্থানীয় বৃদ্ধ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর