২৭ জুলাই, ২০২১ ১৪:৪০

কক্সবাজারে পাহাড় ধস ও ঢলের পানিতে ভেসে গিয়ে ৮ জনের মৃত্যু

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারে পাহাড় ধস ও ঢলের পানিতে ভেসে গিয়ে ৮ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শিবিরে পাহাড় ধস ও ঢলের পানিতে ভেসে গিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। এছাড়া পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে শতাধিক বাড়ি ঘর নষ্ট হয়েছে। অপর দিকে টেকনাফে বাড়ির চাল চাপা পড়ে স্থানীয় এক বাসিন্দা মারা গেছে। মহেশখালীর সিপাহী পাড়া এলাকায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত দুই দিন ধরে টানা বর্ষণ চলছে। আজ  মঙ্গলবার সকালে ভারি বর্ষণের ফলে উখিয়া বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকে পাহাড় ধসে শিশুসহ ৫ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন, উখিয়ার বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্পের জি-৩৭ ব্লকের নুর মোহাম্মদের মেয়ে নুর নাহার (৩০), শাহা আলমের ছেলে শফিউল আলম (১২), জি-৩৮ ব্লকের ইউসুফের স্ত্রী দিল বাহার (২৪) ও তাদের ২ সন্তান আব্দুর রহমান (৪) ও আয়েশা ছিদ্দিকা (২)। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।  

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সিপিপির ভলান্টিয়ার জাহাঙ্গীর জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। অপর দিকে বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে এক রোহিঙ্গা শিশু মারা গেছে। তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

অপর দিকে টেকনাফ উপজেলার উলুবনিয়া রাস্তার মাথা মনির ঘোনা এলকার স্থানীয় বাসিন্দা মৃত আলী আহমদের পুত্র রকিম আলী ঘরের দেয়াল চাপা পড়ে মারা গেছে। 

একইভাবে মহেশখালীর সিপাহী পাড়া এলাকায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।


বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর