বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামে মুঠোফোন সেট কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে ৮ম শ্রেণির ছাত্র সিয়াম ফকির শান্ত (১৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকেলে শান্তর মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। শান্ত ওই গ্রামের সাইদুল ফকিরের ছেলে এবং উপজেলার কেভিজি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে মা জেসমিন বেগমের কাছে একটি মুঠোফোন সেট দাবী করেন শান্ত। কিন্তু মা ফোন সেট কিনে দিতে অপারগতা প্রকাশ করেন। পরে রাগে ও অভিমানে বাড়ি থেকে লা-পাত্তা হয় সে। অনেক খোঁজাখুজি করে রাত সাড়ে ১১টায় বাড়ি সংলগ্ন কাঁঠাল গাছে গলায় ফাঁস দেয়া অবস্থায় শান্তর মরদেহ দেখে পুলিশে খবর দেয় খবর দেয় তারা।
উজিরপুর মডেল থানার এসআই জসিম উদ্দিন গাছ থেকে শান্তর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উজিরপুর থানার ওসি মো. আলী আর্শাদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার