৪ আগস্ট, ২০২১ ১৮:৩৪

সিংড়ায় ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেয়েছে ১৮৯ পরিবার

নাটোর প্রতিনিধি

সিংড়ায় ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেয়েছে ১৮৯ পরিবার

সিংড়ায় ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেয়েছে ১৮৯ পরিবার।

নাটোরের সিংড়ায় ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেয়েছে ১৮৯টি পরিবার। জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ এ ফোন করে খাদ্য সহায়তা চাওয়া করোনাকালীন অসহায় কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন উপজেলা প্রশাসন।

করোনায় কর্মহীন ১৮৯ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। প্রতি প্যাকেট খাদ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি তেল, ১ কেজি লবণ এবং গ্রীষ্মকালে ফলের সময় ২ কেজি করে আমও দেওয়া হয়েছিল।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এম সামিরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের ‘৩৩৩’ হটলাইনে যারা ফোন করেছিলেন, তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। আবার ১২ লাখ টাকা বাজেট এসেছে, এসব টাকায় খাদ্য সহায়তা দেওয়া হবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর