করোনাভাইরাসের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষতিগ্রস্ত ১০ জন উদ্যোক্তাকে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ দেওয়া হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আখাউড়া উপজেলা অফিসের আয়োজেনে আজ সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার। অনুষ্ঠানে জনপ্রতি এক লাখ টাকা করে ১০ জনকে ১০ লাখ টাকার চেক দেওয়া হয়। পরবর্তীতে আরও ১০ জনকে ১০ লাখ টাকা প্রণোদনা দেওয়া
হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
উপজেলা বিআরডিবি সমবায় সমিতির সভাপতি মোঃ মুমিনুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান
নাসরিন সফিক আলেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, বিআরডিবি কর্মকর্তা মোঃ বদরুল ইসলাম, প্রনোদনা ভোগী উদ্যোক্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
বিআরডিবি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বলেন, মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ২০ জন উদ্যোক্তা বাছাই করে তালিকা করা ১০ জনকে প্রণোদনা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরকে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার প্রণোদনা প্রাপ্ত সুবিধাভোগীদেরকে অনুরোধ করে বলেন, প্রণোদনার ঋণের টাকা সঠিকভাবে কাজে লাগিয়ে সফলতা অর্জন করবেন। ঋণ নিয়ে যেন আবার ঋণগ্রস্ত হয়ে না
পড়েন সেদিকে খেয়াল রাখবেন। তিনি সকলের সফলতা কামনা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত